গঙ্গাজলঘাটিতে লরির ধাক্কায় মৃত্যু যুবকের

Malay Singha
0
স্কাই বাংলা, বাঁকুড়া:ফের জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক যুবকের। মৃতের নাম দয়াময় দা(২৬) । বাঁকুড়ার উখরাডিহির বাসিন্দা।
স্থানীয় সূত্রে খবর শনিবার সন্ধ্যায় বাঁকুড়া-রানীগঞ্জ ৬০ নাম্বর জাতীয় সড়ক ধরে কাজ সেরে বাড়ি ফিরছিলেন বাঁকুড়ার উখরাডিহির বাসিন্দা দয়াময় দা। সেই সময় হাঁসপাহাড়ি মোড়ের কাছে দুর্লভপুর মুখী একটি লরি তাঁকে সজরে ধাক্কা মারে। ঘটনা স্থলেই গুরুতর আহত হয় ওই যুবক । পুলিশ ও স্থানীয়রা তাঁকে উদ্ধার করে অমরকানন গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
ঘাতক লরিটিকে আটক করার পাশাপাশি মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতাল পাঠিয়েছে পুলিশ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top