শুভ্রাচল চৌধুরী, বাঁকুড়া: ছাতনায় পথশ্রী প্রকল্পে রাস্তার কাজ শেষ হওয়ার আগেই নখের আঁচড়ে উঠে আসছে রাস্তায় ব্যবহৃত কংক্রিটের আস্তরণ। ছাতনার শিউলি পাহাড়ি গ্রামের এমন ঘটনা প্রকাশ্যে আসতেই প্রতিবাদে নেমেছেন স্থানীয়রা। অবিলম্বে রাস্তাটি নতুন করে নির্মাণের দাবি জানিয়ে রবিবার সকাল থেকে রাস্তার ওপর গাছের ডাল পালা ফেলে পথ অবরোধে সামিল হয়েছেন এলাকার মানুষজন।বাঁকুড়ার খড়বনা বাজার থেকে শিউলি পাহাড়ি গ্রাম হয়ে চাকলতোল পর্যন্ত প্রায় ২ কিলোমিটার রাস্তার জন্য ৮৬ লক্ষেরও বেশি টাকা বরাদ্দ হয় পথশ্রী প্রকল্পে । চলতি বছর ফেব্রুয়ারি মাসে রাস্তার কাজও শুরু হয়। সম্প্রতি রাস্তাটি ৪০০ মিটার তৈরি হতে না হতেই তা দেখে রীতিমত ক্ষোভে ফুঁসছেন এলাকার মানুষ। এলাকার মানুষের দাবী আঙ্গুলের চাপে উঠে আসছে রাস্তার ঢালাইয়ের আস্তরণ। রাস্তা দিয়ে চলাচল করলেও পায়ের চাপে ফেটে যাচ্ছে ঢালাই। রাস্তা তৈরিতে অত্যান্ত নিম্নমানের সামগ্রী ব্যবহারে অভিযোগ তুলেছেন স্থানীয়রা। তাদের দাবি রাস্তায় বালি পাথরের পরিবর্তে বেশিরভাগ অংশে সিমেন্টের সঙ্গে মোরাম মিশিয়ে রাস্তা তৈরি করেছে বরাত পাওয়া সংস্থাটি। আর তা নিয়েই ক্ষোভে ফোটে পরেন স্থানীয়রা। আজ সকাল থেকে ওই রাস্তার উপর গাছের ডালপালা ফেলে দীর্ঘক্ষণ পথ অবরোধ করে রাখেন বাসিন্দারা। দাবি পুরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।এদিন অবরোধের খবর শুনে শিউলি পাহাড়ি গ্রামে গিয়ে সরে জমিনের রাস্তা হাল খতিয়ে দেখেন স্থানীয় ঘোষের গ্রাম পঞ্চায়েতের প্রধান। প্রধানের আশ্বাস রাস্তাটি তৈরির পরেই কেন এমন অবস্থা হলো তা খতিয়ে দেখা হবে।
Sanjay Gorai
উত্তরমুছুনSanjay Gorai
উত্তরমুছুন