ফের লোকালয়ে গজরাজের তাণ্ডব, হাতির হানায় ক্ষতিগ্রস্ত পাঁচিল সহ দোকান ঘর

Malay Singha
0


স্কাই বাংলা, বাঁকুড়া: গতকাল রাত্রে বাঁকুড়ার বড়জোড়ায় তান্ডব চালায় দুটি বুনো হাতি। হাতির হানায় ক্ষতিগ্রস্ত হয়েছে পাঁচিল সহ দোকানঘর।
নিজস্ব চিত্র 
স্থানীয় সূত্রে খবর মঙ্গলবার গভীর রাতে বড়জোড়ার খাঁড়ারি অঞ্চলে নিরীশা গ্রামে হানা দেয় দুটি বুনো হাতি। সেখানকার অনন্ত লাই নামে এক ব্যক্তির বাড়ি পাঁচিল ভাঙচুর করে বলে জানা গিয়েছে। পাশাপাশি ওই গ্রামেরই একটি দোকানে ভাঙচুর চালায় হাতিদুটি। পরে গ্রামবাসীদের প্রচেষ্টায় হাতিদুটিকে জঙ্গলমুখী করা সম্ভব হয় ।
নিজস্ব চিত্র 
এই‌ অবস্থায় বুনো হাতির আতঙ্কে রয়েছে স্থানীয় বাসিন্দারা। সঠিক ক্ষতিপূরণের দাবি জানাচ্ছেন ক্ষতিগ্রস্ত বাড়ি ও দোকান মালিক। হাতি গুলিকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার দাবিও জানাচ্ছেন গ্রামবাসীরা।বনদপ্তর সূত্রে খবর সরকারি নিয়ম মাফিক ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top