স্কাই বাংলা, বাঁকুড়া: পরিবারে অশান্তির জেরে বাঁকুড়ার বড়জোড়ায় নিজের বাবাকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠলো ছেলের বিরুদ্ধে। মৃতের নাম বিশ্বজীৎ বাউরী। অভিযুক্ত ছেলে শিবম বাউরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
 |
প্রতিকী ছবি - ইন্টারনেট |
স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার সকালে পরিবারে ঝামেলা চলাকালীন নিজের বাবাকে কুড়ুল দিয়ে কোপ মারে মেজ ছেলে শিবম বাউরী। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় বড়জোড়া থানার পুলিশ। পুলিশ জখম বিশ্বজীৎ বাউরীকে উদ্ধার করে বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। পরে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
 |
বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতাল- নিজস্ব চিত্র |