স্কাই বাংলা: চোরাশিকারিদের হাতে বনদফতরের এক কর্মীকে খুনের অভিযোগ সুন্দরবনে। নিহত ওই কর্মীর নাম অমলেন্দু হালদার(৫৯)। তিনি দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘির বাসিন্দা বলে খবর। চোরাশিকারিদের হামলাতেই তাঁর মৃত্যু হয়েছে বলে পুলিশকে জানিয়েছে বন দফতর। বন দফতর সূত্রের খবর, শনিবার স্পিড বোটে করে জলপথে পেট্রোলিংয়ে বেরিয়েছিলেন বনকর্মীরা। সুন্দরবনের বিদ্যা রেঞ্জ অফিসের অধীনে নেতাধোপানি ক্যাম্প এলাকার জঙ্গলে হরিণশিকারিদের মুখে পড়ে যান তাঁরা। অভিযোগ, হরিণশিকারিদের দল হামলা চালায় বনকর্মীদের উপর। সেখানেই কুপিয়ে খুন করা হয় অমলেন্দুকে। প্রাণে বাঁচতে নদীতে ঝাঁপ দেন চার সঙ্গী। ঘটনাস্থলেই মৃত্যু হয় অমলেন্দু হালদার নামে বনদফতরের ওই কর্মীর। তাঁর মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
 |
ছবি - ইন্টারনেট |
দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এদিকে এই বিষয়ে এসডিপিও রামকুমার মণ্ডল জানান, দেহে গুলির চিহ্ন নেই। ধারাল কিছুর আঘাতে মৃত্যু হয়েছে।