হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্ট রইসি

SKY BANGLA TV
0

স্কাই বাংলা: চপার দুর্ঘটনার ১২ ঘণ্টা পর ইরানের রাষ্ট্রপতি ইব্রাহিম রইসিকে মৃত বলে ঘোষণা করা হল।রবিবার রাতে ইরানের উত্তর-পশ্চিমে,আজেরবাইজন সীমান্তের কাছে পার্বত্য এলাকায় ভেঙে পড়ে রইসির হেলিকপ্টার। রইসি ছাড়াও কপ্টারে ছিলেন দেশের বিদেশমন্ত্রী হোসেন আমিরাবদোল্লাহিয়ানও।
ছবি - ইন্টারনেট 
সীমান্ত এলাকায় সফর সেরে ফিরছিলেন তাঁরা। সেই সময় জোলফা পার্বত্য অঞ্চলে, একটি তামার খনির কাছে হেলিকপ্টারটি ভেঙে পড়ে বলে জানা গিয়েছে। ঘন কুয়াশার জন্যই এই দুর্ঘটনা বলে জানা গিয়েছে প্রাথমিক তদন্তে। সোমবার সকালে দুর্ঘটনাগ্রস্ত হেলিকপ্টারটির খোঁজ মেলে। বেলা গোড়াতেই উদ্ধারকারীরা জানান, হেলিকপ্টারের কোনও যাত্রীর জীবিত থাকার কোনও ইঙ্গিত নেই। এর পর রইসির মৃত্যুর ঘোষণা হয়। ইরানের সরকারি সংবাদমাধ্যম জানিয়েছে, হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু হয়েছে রইসির। কর্তব্যরত অবস্থায় থাকাকালীন রইসি এবং তাঁর বিদেশমন্ত্রী শহিদ হয়েছেন বলে জানিয়েছে তারা।
ছবি- ইন্টারনেট 



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top