স্কাই বাংলা: মালদার বিভিন্ন জায়গায় বাজ পড়ে মৃত্যু হল কমপক্ষে ১১ জনের । আহত হয়েছে আরও বেশ কয়েকজন।
বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টি শুরু হয় মালদায়। বজ্রপাতে পুরনো মালদা এলাকায় চন্দন সাহানি(৪০), রাজ মৃধা(১৬) ও মনোজিৎ মন্ডল (২১) নামে তিনজনের মৃত্যু হয়েছে। গাজোলে বজ্রপাতে অসিত সাহা (১৯) নামে একাদশ শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে খবর আম কুড়াতে গিয়েই ওই ছাত্রের মৃত্যু হয়। ইংরেজবাজারের শোভা নগর গ্রাম পঞ্চায়েতের যুবক পঙ্কজ মন্ডল (২৮) ও সুইতারা বিবি(৩৯) নামে এক মহিলার মৃত্যুর খবরও পাওয়া গিয়েছে। পরে মালদা জেলা জুড়ে আরো ৫ জনের মৃত্যুর খবর আসে। বজ্রপাতের ঘটনায় এক বধূ সহ আরো বেশ কয়েকজন জখম হয়েছে বলে খবর। আহতদের মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতদের পরিবারকে দু লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছে জেলা প্রশাসন।