বিজেপির মিছিল থেকে তৃণমূলের পার্টি অফিসে হামলার অভিযোগ, গঙ্গাজলঘাটিতে উত্তেজনা

SKY BANGLA TV
0

স্কাই বাংলা, বাঁকুড়া: লোকসভা ভোটের আগেই উত্তাপ বাঁকুড়া। বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে বিজেপির রেলি চলাকালীন তৃণমূলের অঞ্চল পার্টি অফিস ভাঙচুর ও কর্মীদের মারধরের অভিযোগ উঠলো বিজেপির বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেছে গেরুয়া শিবির।
রবিবার সন্ধ্যায় বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁয়ের প্রচার মিছিল চলাকালীন, গঙ্গাজলঘাটি এলাকায় তৃণমূলের একটি অঞ্চল পার্টি অফিসের সামনে কয়েকজন কর্মী, দাঁড়িয়ে 'গো ব্যাক' স্লোগান দেন। তাতেই উত্তেজনা ছড়ায়। অভিযোগ সেই সময় তৃণমূলের পার্টি অফিসের বেশ কিছু চেয়ার ভাঙচুর করা হয়। ছেড়া হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ বিদায়ী সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়ের ছবি দেওয়া ফ্লেক্সও। এবং সেখানে উপস্থিত বেশ কিছু তৃণমূল কর্মীকে মারধর করে বিজেপি বলে অভিযোগ। আর তাকে ঘিরে উত্তেজনা ছড়ায়। পরে গঙ্গাজলঘাটি থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।
ঘটনার প্রতিবাদে এদিন রাত্রে তৃণমূল কর্মীরা বাঁকুড়া-রানীগঞ্জ ৬০ নাম্বার জাতীয় সড়ক অবরোধ করে রাখে দীর্ঘক্ষণ। ঘটনার স্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি আয়ত্তে আনে। এই ঘটনায় গঙ্গাজলঘাটি থানাতে একটি লিখিত অভিযোগ দায়ের করে তৃণমূল। যদিও পুরো ঘটনাটির কথা অস্বীকার করে বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ বলেন এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে তৃণমূলের চক্রান্ত ।



ভিডিও দেখুন 👇

ক্লিক করুন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top