বাঁকুড়ায় পথ দুর্ঘটনায়‌ আহত ১, সিসিটিভির দৌলতে ঘাতক গাড়িকে শনাক্ত করলো পুলিশ

Malay Singha
0

শুভ্রাচল চৌধুরী, বাঁকুড়াঃ শনিবার সন্ধ্যায় আনুমানিক ৭ টা নাগাদ  শালতোড়া-বাঁকুড়া রাজ্য সডকের উপর হাটজোড় বাজার সংলগ্ন শালুনী মোড়ের কাছে একটি চার চাকা গাড়ি ১৪ বছরের এক ছেলেকে ধাক্কা মারে। ফলে ওই ছেলেটি গুরুতরভাবে জখম হয়। স্থানীয় মানুষজনের সহযোগিতায় তাকে প্রথমে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে ওই ছেলেটি দুর্গাপুরের এক হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে।

অন্ধকার নেমে আসায় এবং ঘটনাস্থলের রাস্তাটি ফাঁকা থাকায় কেউ ওই ঘাতক গাড়িটিকে দেখেনি। ওই ঘাতক গাড়ির বিরুদ্ধে ছাতনা থানায় একটি মামলা রুজু করা হয়। তদন্ত নেমে ঝাঁটিপাহাড়ি ফাঁড়ির পুলিশ ওই দুর্ঘটনার সময়কে বিবেচনা করে শালতোড়া-বাঁকুড়া মেইন রোডের উপর বেশ কয়েকটি জায়গার সিসিটিভি ফুটেজ ধরে ওই সময়ের মধ্যে বিভিন্ন গাড়ির গতিবিধি লক্ষ্য করে ওই গাড়িটিকে শনাক্ত করে। কিন্তু ততক্ষণে গাড়িটি কলকাতায় পৌঁছে যায় এমনই খবর পায় পুলিশ। কিন্তু ঝাঁটিপাহাড়ি ফাঁড়ির পুলিশ ওই ঘাতক গাড়ির নাম্বারও শনাক্ত করে এবং ওই গাড়ির মালিকের সাথে যোগাযোগ করার পর, মালিক গাড়ির ড্রাইভারের দোষটি স্বীকার করেছে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে। ঘাতক গাড়ির বিরুদ্ধে আইনতভাবে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে জানা গিয়েছে ছাতনা থানা পুলিশ সূত্রে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top