স্কাই বাংলা, বাঁকুড়া: মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে দূষণ নিয়ন্ত্রণ (FGD) প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার নদীয়ার কৃষ্ণনগর থেকে এই প্রকল্পের ভার্চুয়ালি উদ্বোধন করেন তিনি। পাশাপাশি ডিভিসির রখুনাথপুর তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় পর্যায়ে ৬৩০ মেগাওয়াটের আরো দুটি ইউনিটের শিলান্যাস করলেন। মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে এই FGD প্রকল্পের মাধ্যমে তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে নির্গত সালফার, কার্বনডাইঅক্সাইড সহ বিভিন্ন ক্ষতিকারক পদার্থ গুলিকে সংরক্ষণ করে বায়ু দুষণ, জল দুষণ ও মৃত্তিকা দূষণ রোধ করবে ।এই প্রকল্প তৈরিতে খরচ হয়েছে ৬৫৪ কোটি টাকা। পাশাপাশি ১ থেকে ৬ নম্বর ইউনিটেরও এই প্রকল্পের কাজ চলছে যা আগামী ডিসেম্বর মাসের মধ্যে শেষ হয়ে যাবে। তখন মেজিয়া তাপবিদ্যুৎ প্রকল্প সম্পূর্ণ দূষণ মুক্ত হিসাবে প্রকাশ করবে বলে ডিভিসি কর্তৃপক্ষ সূত্রে খবর। এতদিনের এই ভার্চুয়াল উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকার, মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের চিফ জেনারেল ম্যানেজার ও প্রকল্প প্রধান সুশান্ত ষন্নীগ্রাহী, শালতোড়া বিধানসভার বিধায়ক চন্দনা বাউরি, বাঁকুড়া বিধানসভার বিধায়ক নীলাদ্রি শেখর দানা, ছাতনা বিধানসভার বিধায়ক সত্যনারায়ন মুখার্জি সহ অন্যান্যরা।