অবৈধ পোস্ত চাষে হানা আবগারি দপ্তরের

Malay Singha
0

স্কাই বাংলা, বাঁকুড়া: ফের অবৈধ পোস্ত চাষের বিরুদ্ধে অভিযান চালাল আবগারি দপ্তর। শুক্রবার বাঁকুড়ার বড়জোড়ায় বেশ কয়েক বিঘা জমির অবৈধ পোস্ত চাষ নষ্ট করলো আবগারি দপ্তর ও স্থানীয় পুলিশ প্রশাসন। বড়জোড়ার মানাচরে সরকারি জমিতে দীর্ঘদিন ধরে চলছিল অবৈধ পোস্ত চাষ। সেই পোস্ত চাষ রোধে এবার হানা দিল আবগারি দপ্তর ও স্থানীয় পুলিশ প্রশাসন।
প্রসঙ্গত উল্লেখ্য এই সকল এলাকায় প্রতি বছরই এই অবৈধ চাষের রমরমা লক্ষ্য করা যায়। চলতি বছরেও সেই রমরমা রোধে অভিযান চালাল আবগারি দপ্তর।‌ অভিযান চলবে জানিয়েছে আবগারি দপ্তর।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top