বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়ে ফের আগুন!

Malay Singha
0

স্কাই বাংলা, বাঁকুড়া: ফের আগুন লাগল শুশুনিয়া পাহাড়ে চূড়ায়। বেশ কিছুক্ষণ পর সেই আগুন নিয়ন্ত্রনে আনে বনকর্মীরা।
শুশুনিয়া পাহাড়ে আগুন।- নিজস্ব চিত্র 
পাতা ঝরার মরশুমে শুশুনিয়া পাহাড়ে ফের আগুন লাগার ঘটনা ঘটলো। শুক্রবার সন্ধ্যা থেকেই আগুনের লেলিহান শিখা দেখতে পান স্থানীয়রা। পাহাড়ে আগুন লাগার কারণে বন্যপ্রাণ ও বনজ সম্পদ এর ক্ষতির আশঙ্কা থাকছে। আগুন লাগার খবর বনদপ্তরের কাছে পৌঁছাতেই ছাতনা বনদপ্তরের তরফে কুড়িজনের একটি টিম পৌঁছায় শুশুনিয়া পাহাড়ের চূড়ায়। টানা দু ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসেন বনকর্মীরা। তবে কি কারনে আগুন লাগলো তা খতিয়ে দেখা হচ্ছে। প্রতিবছরেই শুশুনিয়া পাহাড়ে আগুন লাগার কারণে উদ্বিগ্ন বনদপ্তর। লাগাতার প্রচার অভিযান চালানো হলেও মানুষের সচেতনতার অভাবকেই দায়ী করছেন বনদপ্তর।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top