বাঁকুড়ায় দু'মাসের মধ্যেই বদল তৃণমূলের ব্লক সভাপতি

Malay Singha
0

 

স্কাই বাংলা, বাঁকুড়া: প্রায় দু মাস যেতে না যেতেই মুখ্যমন্ত্রীর নির্দেশে বাঁকুড়ার জঙ্গলমহলে তৃনমূলের ব্লক সভাপতি বদল! রানিবাঁধে অপসারিত ব্লক সভাপতিকেই পুনর্বহাল করলো তৃণমূল কংগ্রেস। সদ্য দায়িত্ব পাওয়া ব্লক সভাপতি উত্তম কুম্ভকারকে সরিয়ে ফের দায়িত্ব দেওয়া হল চিত্তরঞ্জন মাহাতোকে। সূত্রের খবর খোদ মুখ্যমন্ত্রীর নির্দেশেই এই রদবদল। প্রায় দু মাসের ব্যবধানে একেবারে লোকসভা ভোটের মুখে কেন ফের এই রদবদল তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ইতিমধ্যেই অবশ্য মুখ্যমন্ত্রীর নির্দেশের এই খবরকে দলীয় কর্মীদের একাংশ চিত্তরঞ্জন বাবুকে ব্লক সভাপতি হিসেবে সংবর্ধনা দেন ।
ফাইল ছবি।
তৃনমূল সূত্রে জানা গেছে গত ১৭ জানুয়ারি রানীবাঁধ ব্লকের সভাপতি পদ থেকে চিত্ত মাহাতোকে সরিয়ে ওই পদের দায়িত্বে বসানো হয় উত্তম কুম্ভকারকে। উত্তম কুম্ভকার রাজ্যের খাদ্য সরবরাহ দফতরের রাষ্ট্রমন্ত্রী তথা রানীবাঁধের বিধায়ক জ্যোৎস্না মান্ডির ঘনিষ্ঠ হিসাবে পরিচিত । এই রদবদলের ৪০ দিন যেতে না যেতেই বুধবার ওই বিধানসভা এলাকাতেই সরকারি সভায় যোগ দেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর সেখানেই ব্লক সভাপতি পদ থেকে উত্তম কুম্ভকারকে সরিয়ে ফের ওই পদে চিত্ত মাহাতোকে বসানোর নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। কিন্তু লোকসভা ভোটের আগে কেন তড়িঘড়ি এই রদবদল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে । সদ্য অপসারিত ব্লক সভাপতি উত্তম কুম্ভকার বলেন, রদবদলের কোনো খবর তাঁর জানা নেই। চিত্ত মাহাতো পাগলের প্রলাপ বকছেন। চিত্ত মাহাতোর দাবী দল তাঁকে সরিয়ে দিয়েছিল। তারপরও তিনি কর্মী হিসাবে কাজ করছিলেন। ফের দল যে দায়িত্ব দিয়েছে তা তিনি পালনের চেষ্টা করবেন। 
তৃনমূলের জেলা সভাপতি অবশ্য বিষয়টিকে দলের সিদ্ধান্ত বলে এড়িয়ে গিয়েছেন । 
অন্যদিকে বিজেপির বাঁকুড়ার সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারের কটাক্ষ কাটমানির পরিমাণ নিয়ে টানাপোড়েনের জেরেই তৃনমূলের পদে এই রদবদল।
ফাইল ছবি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top