স্কাই বাংলা: বৃহস্পতিবার সকালে দুর্গাপুর ইস্পাত কারখানায় ফার্নিস কনভার্টার ব্লাস্ট হয়ে গুরুতর জখম হয়েছে ৫ জন শ্রমিক। তাঁদের মধ্যে দুই জন ছিলেন ট্রেনি, দুই জন ঠিকা শ্রমিক এবং একজন স্থায়ী শ্রমিক। তড়িঘড়ি আহতদের উদ্ধার করে ডিএসপি মেইন হাসপাতালে পাঠানো হয়।পরে আহত শ্রমিকদের শারীরিক অবস্থা অবনতি হওয়ায় তাঁদের দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। জানা গিয়েছে, আহত শ্রমিকদের অবস্থা আশঙ্কাজনক। দুর্গাপুর ইস্পাত কর্তৃপক্ষ ইতিমধ্যেই এই দুর্ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে।