ফের সুভাষ ও সৌমিত্রই আস্থা, দিন ঘোষণার আগেই প্রার্থী ঘোষণা বিজেপির

Malay Singha
0

স্কাই বাংলা বাঁকুড়া: ফের ডাঃ সুভাষ সরকার ও সৌমিত্র খাঁ-তেই আস্থা রাখলো গেরুয়া শিবির। দিল্লীতে বিজেপির তরফে লোকসভা ভোটে বাঁকুড়া ও বিষ্ণুপুর কেন্দ্রে দলের তরফে ডাঃ সুভাষ সরকার ও সৌমিত্র খাঁ এর নাম ঘোষণা হতেই আনন্দোৎসবে মেতে উঠেছেন বিজেপির নেতা কর্মীরা। শনিবার সন্ধ্যায় বাঁকুড়া জেলা বিজেপি সভাপতি সুনীল রুদ্র মণ্ডলের নেতৃত্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ডাঃ সুভাষ সরকারের ছবি নিয়ে রাস্তায় নেমে তাঁদের নামে জয়ধ্বণী দিতে থাকেন। সঙ্গে আতসবাজির রোশনাই তো ছিলই।
ডাঃ সুভাষ সরকার 
বাঁকুড়া জেলা বিজেপি সভাপতি সুনীল রুদ্র মণ্ডল এদিন বলেন, ডাঃ সরকার ফের দলের প্রার্থী হবেন এটা প্রত্যাশিতই ছিল। আবারো বাঁকুড়ার মানুষ তাঁকেই জয়যুক্ত করবেন। উনি বাঁকুড়ার সাংসদ হিসেবে যতোখানি কাজ করেছেন স্বাধীনতার পর কোন দলের কোন সাংসদ এতো কাজ করতে পারেননি বলে তিনি দাবি করেন।
সৌমিত্র খাঁ 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top