স্কাই বাংলা, বাঁকুড়া: লোকসভা ভোটের দিন ঘোষণার আগেই সোমবার সকাল থেকে বাঁকুড়ার মেজিয়া থানার জেমুয়া, কাঁসাই, কানসাড়া, রামলালপুর সহ বিভিন্ন গ্রামে টহল দিল কেন্দ্রীয় বাহিনী। সাধারণ মানুষের সাথে কথা বলে ভরসা জোগানোর পাশাপাশি এলাকার বুথ গুলিতে গিয়ে বুথের অবস্থান খতিয়ে দেখে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।
 |
মেজিয়ায় কেন্দ্রীয় বাহিনীর টহল। নিজস্ব চিত্র |
বাঁকুড়া জেলায় বাইরে বাহিনী না এলেও মেজিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে মোতায়েন থাকা সি আই এস এফ এর দুকোম্পানি বাহিনীকেই টহলদারির কাজে লাগানো হয়েছে। জেলায় এখনো কেন্দ্রীয় বাহিনীর থাকার ব্যবস্থা না হওয়ায় আপাতত মেজিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকেই ওই দুটি কোম্পানিকে টহলদারির কাজে ব্যবহার করা হচ্ছে। বাঁকুড়া জেলা পুলিশ সূত্রে জানা গেছে আগামী দু একদিনের মধ্যে বাহিনীকে জেলায় থাকার ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি আগামী দু একদিনের মধ্যে জলপাইগুড়ি থেকে বিএসএফ এর এক কোম্পানি বাহিনী এসে পৌঁছাতে পারে।
 |
গ্রামে গ্রামে টহল কেন্দ্রীয় বাহিনীর। নিজস্ব চিত্র |