স্কাই বাংলা বাঁকুড়া: শৌচকর্ম সারতে গিয়ে জলে পড়ে নিখোঁজ এক স্কুল ছাত্র। সোমবার দুপুরে ঘটনাটি ঘটে খাতড়ার পাঁপড়া ব্রীজ সংলগ্ন এলাকায়।
স্থানীয় সূত্রে খবর, খাতড়া থানার নগড়ী গ্রামের বাসিন্দা, রীতেশ মহাপাত্র। রীতেশ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে চলতি বছরে। এদিন সে সাইকেলে চেপে খাতড়া শহরে টিউশানি পড়তে গিয়েছিল। পরে বাড়ি ফেরার পথে পাঁপড়া ব্রীজ সংলগ্ন সেচ খালে শৌচকর্ম সারতে গিয়ে জলে পড়ে যায়। বিষয়টি স্থানীয়দের নজরে আসতে তারাই খাতড়া থানায় খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান খাতড়ার এসডিপিও অভিষেক যাদব, আই.সি সমিত ভট্টাচার্য, বিডিও দেবজিৎ রায় সহ অন্যান্যরা।পুলিশের তরফে বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীদের দিয়ে ওই সেচ খালে তল্লাশী চালানো হচ্ছে। শেষ পাওয়া খবর পর্যন্ত 'নিখোঁজ' ছাত্রের সন্ধান মেলেনি।
![]() |
নিখোঁজ ছাত্রের খোঁজ চলছে। নিজস্ব চিত্র |