মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে লিফট সারাই করতে গিয়ে পড়ে এক শ্রমিকের মৃত্যু

Malay Singha
0

স্কাই বাংলা,বাঁকুড়া: মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে লিফট সারাইয়ের কাজ করার সময় পড়ে গিয়ে মৃত্যু হলো এক ঠিকা শ্রমিকের। মৃত শ্রমিকের নাম সত্যরঞ্জন বোস (৫৬)।
মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র। নিজস্ব চিত্র 
স্থানীয় সুত্রে খবর, মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে ঠিকা শ্রমিকের কাজ করতেন সত্যরঞ্জনবাবু। সেই সুত্রে তাপবিদ্যুৎ কেন্দ্রের ঠিকাদার কোয়ার্টারেই থাকতেন তিনি। মঙ্গলবার সকালে প্রকল্পের ভিতরে এক নম্বর লিফটের মেরামতের সময় কোনও ভাবে তিনি উপর থেকে নীচে পড়ে যান। তাঁকে উদ্ধার করে এমটিপিএস হাসপাতালে নিয়ে যাওয়া হলে ওই ঠিকা শ্রমিককে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।
মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র। নিজস্ব চিত্র 
পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়।একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে গঙ্গাজলঘাটি থানার পুলিশ।
মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র। নিজস্ব চিত্র 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top