স্কাই বাংলা, বাঁকুড়া: মাধ্যমিক পরীক্ষা দিতে আসার পথে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল তিন পরীক্ষার্থী। আঘাত গুরুতর হওয়ায় পরীক্ষা দিতে পারল না দুই পরীক্ষার্থী। বৃহস্পতিবার ঘটনাটি ঘটে বিষ্ণুপুরের ধানগোড়া এলাকায়।
বৃহস্পতিবার,৮ জানুয়ারি মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা ছিল। সকাল সকাল পরীক্ষা দিতে বাইকে করে কৃষ্ণপুর হাই স্কুলেরর পরীক্ষা কেন্দ্র আসছিল তিন ছাত্র। মাঝ রাস্তায় একটি বেসরকারি বাসের সাথে তাদের বাইকের সংঘর্ষ হয় । চলন্ত বাইক থেকে ছিটকে পড়ে যায় ওই তিন পরীক্ষার্থী। পথচারীরা দেখতে পেয়ে তাঁদের উদ্ধার করে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান।আহতদের মধ্যে একজনের আঘাত কাম হওয়ায় সে পরীক্ষা দিতে পারলেও অপর দুই ছাত্রের আঘাত গুরুতর হওয়ায় তারা কেউই আজ পরীক্ষা দিতে পারল না।


