ছুটি পেতে প্রথম শ্রেনীর পড়ুয়াকে খুন করলো অষ্টম শ্রেণীর ছাত্র

Malay Singha
0

স্কাই বাংলা, পুরুলিয়া: স্কুলে ছুটি পেতে প্রথম শ্রেনীর পড়ুয়াকে থেঁতলে ‘খুন’ করলো অষ্টম শ্রেণীর ছাত্র। নাবালক পড়ুয়ার এমন অপরাধপ্রবণতায় হতভম্ব শিক্ষক সহ অভিভাবকরা। শিউরে ওঠার মতো এই ঘটনা পুরুলিয়ার মানবাজারের একটি বেসরকারী আবাসিক শিশু স্কুলে। পড়ুয়ার মৃত্যুতে স্কুলে ছুটি পাওয়া যায়, বড়দের কাছ থেকে শুনেছিল অভিযুক্ত ছাত্র। আর সেই কারণেই প্রথম শ্রেনীর ছাত্রকে খুন বলে প্রাথমিক অনুমান পুলিশের। গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত ওই পড়ুয়াকে । অভিযুক্তের বয়স ১৪।
প্রতীকী ছবি 
স্কুলের পাশে পুকুর থেকে ক্লাস ওয়ানের ছাত্রের দেহ উদ্ধার হয়। তার মুখ থেঁতলে দেওয়া ছিল। ঘটনার তদন্তে নামে পুলিশ। আবাসিক স্কুলের প্রত্যেকের সঙ্গে কথা বলেন তদন্তকারীরা। অভিযুক্ত ছাত্রের সঙ্গে কথা বলেই তদন্তকারীরা বুঝতে পেরেছিলেন পুরো ঘটনা।

পুলিশি জেরায় সে স্বীকার করে, চকোলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে ক্লাস ওয়ানের ওই ছাত্রকে স্কুলের পাশে একটি পুকুরের ধারে নিয়ে গিয়েছিল সে। সেখানে তাকে ইট দিয়ে থেঁতলে খুন করে। তারপর পুকুরে ফেলে দেওয়া হয় দেহ। পুকুর থেকে দুদিন বাদে উদ্ধার হয় ক্লাস ওয়ানের ছাত্রের দেহ।

প্রতীকী ছবি
জানা গিয়েছে, অভিযুক্ত ছাত্র কয়েকদিন আগেই স্কুলে ভর্তি হয়েছে। কিন্তু সে বাড়ি যেতে চাইছিল। আর সে কারণেই এই পরিকল্পনা। অভিযুক্ত ওই ছাত্রকে গ্রেফতার করা হয়েছে।সোমবার দুপুরে আটক ছাত্রকে পুরুলিয়ার শিমুলিয়া আনন্দ মঠ জুভেনাইল জাস্টিস বোর্ডের কাছে হাজির করা হয়। সেখান থেকে ওই ছাত্রকে হুগলির কল‌্যাণ ভারতী হোমে পাঠানো হয়েছে।
প্রতীকী ছবি

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top