বাঁকুড়ায় মা ও দাদাকে খুনের অভিযোগ ভাইয়ের বিরুদ্ধে,জখম আরো ৩

Malay Singha
0

স্কাই বাংলা, বাঁকুড়া: নিজের মা ও দাদাকে শাবল দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ উঠল ছোট ভাইয়ের বিরুদ্ধে। বাধা দিতে গিয়ে জখম পরিবারের আরও তিন সদস্য।ঘটনা বাঁকুড়ার খাতড়া থানার জলডোবরা গ্রামের ।
সূত্রের খবর, সোমবার রাতে বাঁকুড়ার খাতড়া থানার জলডোবরা গ্রামে গোপী বাউরির বাড়িতে প্রবল চিৎকার চেঁচামেচি শুনতে পান প্রতিবেশীরা। আওয়াজ শুনে বাড়িতে গিয়ে দেখেন বছর ষাটের লক্ষ্মী বাউরি ও তাঁর বড় ছেলে, বছর চল্লিশের দেবু বাউরি মেঝেয় রক্তাক্ত ও মৃত অবস্থায় পড়ে রয়েছেন। অন্য দিকে গুরুতর জখম অবস্থায় দেবু বাউরির স্ত্রী মঙ্গলা বাউরি, তাঁর মেয়ে শিখা বাউরি ও দিদি ক্ষেপি বাউরিকেও পড়ে থাকতে দেখা যায়। প্রতিবেশীরা খাতড়া থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুটি মৃতদেহ উদ্ধারের পাশাপাশি আহতদের উদ্ধার করে খাতড়া মহকুমা হাসপাতালে নিয়ে যায়। পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ বাড়ি থেকেই লক্ষ্মী বাউরির ছোট ছেলে গোপী বাউরিকে গ্রেফতার করে। প্রাথমিক ভাবে তদন্তকারীদের ধারণা, পারিবারিক বিবাদের জেরেই গোপী বাউরি শাবলে দিয়ে পিটিয়ে নির্মম ভাবে হত্যা করেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top