বাঁকুড়ায় ডম্পারের সাথে মুখোমুখি সংর্ঘষ বিডিওর গাড়ির, বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা বিডিওর

Malay Singha
0

স্কাই বাংলা, বাঁকুড়া: রবিবার রাতে পথ দুর্ঘটনার কবলে পড়ল সমষ্টি উন্নয়ন আধিকারিকের চারচাকা গাড়ি। সুত্রের খবর রবিবার রাত ৮ টা নাগাদ বাঁকুড়া থেকে সারেঙ্গা ফেরার পথে বীরভানপুরের কাছে একটি ডাম্পারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় বাঁকুড়ার সারেঙ্গার বিডিওর গাড়ির।
অল্পের জন্য রক্ষা পান বিডিও তমালকান্তি সরকার। একই সঙ্গে বড়সড় বিপদের হাত থেকে বাঁচেন তাঁর সহকর্মী ও গাড়ির চালক। ঘটনাস্থল থেকে তাঁদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ওই এলাকার একটি বেসরকারী হাসপাতালে। আঘাত গুরুতর না হওয়ায় সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁদের ছেড়ে দেওয়া হয়। ঘাতক গাড়িটিকে ওন্দা থানা এলাকা থেকে আটক করেছে পুলিশ। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top