বড়জোড়ায় বুনো হাতির তান্ডব অব্যাহত, ভাঙল বাড়ি আতঙ্কিত এলাকাবাসী

Malay Singha
0

মলয় সিংহ, বাঁকুড়া: হাতির হানা অব্যাহত বাঁকুড়ার বড়জোড়ায়। বৃহস্পতিবার রাতে হাতির হানায় ক্ষতিগ্রস্ত হয় একাধিক বাড়ি।
স্থানীয়দের অভিযোগ গতকাল রাত প্রায় সাড়ে এগারোটা নাগাদ বড়জোড়ার খাঁড়ারী গ্রাম পঞ্চায়েতের লালবাজার গ্রামে হামলা চালায় ৫ টি হাতির একটি দল। অভিযোগ হাতির আক্রমনে একটি কাঁচা বাড়ি সহ বেশ কিছু বাড়ির পাঁচিল ভেঙে পড়ে । প্রায় সারা রাত ধরেই হাতিগুলি দাপিয়ে বেড়ায় গ্রামে। পরে গ্রামবাসীরাই হাতিগুলিকে জঙ্গলে পাঠায়।
এভাবে প্রায়শই গ্রামে হাতি ঢুকে পড়ায় স্থানীয় বনদপ্তরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন  গ্রামবাসীরা। স্থানীয়দের অভিযোগ বনদপ্তরের গাফিলতির কারণেই প্রায়ই গ্রামে তান্ডব চালায় বুনোহাতির দল। বারংবার বনদপ্তরে জানিয়েও কোনো লাভ হয়নি।
বাঁকুড়া উত্তর বনবিভাগের বড়জোড়ার রেঞ্জার ঋত্বিক দে জানিয়েছেন বনদপ্তরের তরফে ক্ষতিগ্রস্তদের নায্য ক্ষতিপূরণ দেয়ার হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top