বাড়িতে মজুত ফ্রিজ ভর্তি পচা মাংস! হানা দিতেই চক্ষু চড়কগাছ খাদ্য সুরক্ষা দপ্তরের

Malay Singha
0

স্কাই বাংলা, বাঁকুড়া: বিষ্ণুপুরে মাংস বিক্রেতার বাড়িতে হানা দিয়ে প্রায় ৬০ কেজি পচা মুরগি ও খাসির মাংস উদ্ধার করলো খাদ্য সুরক্ষা দপ্তর ও বিষ্ণুপুর থানার পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে ওই বিক্রেতাকে।
পুলিশ সূত্রে খবর, ‘বিশেষ সূত্রে’ তারা জানতে পারে সুমন কাইতি নামে ওই মাংস বিক্রেতা টাটকা মাংসের সঙ্গে নির্দিষ্ট অনুপাতে পচা এবং বাসি মাংস মিশিয়ে বিক্রি করছেন বাজারে। অভিযোগ পেয়ে সুমনের বাড়ি ও দোকানে যান খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিকরা ও বিষ্ণুপুর থানার পুলিশ। দোকানদারের বাড়ি থেকে দুটি ফ্রিজে মোট ৬০ কেজি পচা মাংস সহ ফ্রিজ দুটি বাজেয়াপ্ত করা হয়। গ্রেফতার করা হয়েছে ওই বিক্রেতাকে।
শুক্রবার ওই মাংস বিক্রেতাকে বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হয়। আদালত চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top