ফের বাঁকুড়া সফরে মুখ্যমন্ত্রী, ২৮শে ফেব্রুয়ারি সভা খাতড়ায়

Malay Singha
0

স্কাই বাংলা, বাংলা: বাঁকুড়া সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২৮ শে ফেব্রুয়ারি খাতড়ায় সভা করার কথা রয়েছে তাঁর। ওই সভা থেকে তিনি বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন বলে জানা গিয়েছে। পাশাপাশি সভামঞ্চ থেকেই বিভিন্ন সরকারি প্রকল্পের পরিষেবা তুলে দেবেন উপভোক্তাদের হাতে।
সূত্রের খবর পুরুলিয়ার থেকে তিনি ২৭ শে ফেব্রুয়ারি বাঁকুড়ায় আসতে পারেন। ওই দিন রাতে মুখ্যমন্ত্রীর বাঁকুড়ার সার্কিট হাউসে থাকার সম্ভাবনা রয়েছে। পরের দিন তিনি খাতড়ার খড়বন ফুটবল মাঠে প্রশাসনিক সভা করবেন বলে জানা গিয়েছে। ইতিমধ্যে সেই মাঠ পরিদর্শন করেছে প্রশাসন ও পুলিশের আধিকারিকরা । তবে মুখ্যমন্ত্রীর সফরের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্তের কথা এখনো প্রশাসনের পক্ষ থেকে জানা যায়নি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top