স্কাই বাংলা, বাঁকুড়া: পথ দুর্ঘটনায় গুরুতর জখম ২ যুবককে নিজের গাড়িতে করে হাসপাতালে পৌঁছে দিলেন পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। বৃহস্পতিবার দুপুরে বাঁকুড়া শহরের মিথিলা এলাকায় একটি গ্যাস সিলিন্ডার বোঝাই লরি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। বাইকে থাকা দুজনেই গুরুতর জখম হয়।তখন সেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। সঙ্গে সঙ্গে আহতদের নিজের গাড়িতে তুলে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পৌঁছে দেন তিনি। সেখানে চিকিৎসকরা আহতদের মধ্যে এক জনকে মৃত বলে ঘোষণা করেন। মৃত যুবকের নাম অভিজিৎ পাল (২৫) । তিনি বাঁকুড়া সদর থানার জামবনি এলাকার বাসিন্দা বলে জানা গেছে।


