পথ দুর্ঘটনায় আহতদের নিজের গাড়িতে করে হাসপাতালে পৌঁছে দিলেন পুরুলিয়ার সাংসদ

Malay Singha
0

 

স্কাই বাংলা, বাঁকুড়া: পথ দুর্ঘটনায় গুরুতর জখম ২ যুবককে নিজের গাড়িতে করে হাসপাতালে পৌঁছে দিলেন পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। বৃহস্পতিবার দুপুরে বাঁকুড়া শহরের মিথিলা এলাকায় একটি গ্যাস সিলিন্ডার বোঝাই লরি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। বাইকে থাকা দুজনেই গুরুতর জখম হয়।
তখন সেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। সঙ্গে সঙ্গে আহতদের নিজের গাড়িতে তুলে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পৌঁছে দেন তিনি। সেখানে চিকিৎসকরা আহতদের মধ্যে এক জনকে মৃত বলে ঘোষণা করেন। মৃত যুবকের নাম অভিজিৎ পাল (২৫) । তিনি বাঁকুড়া সদর থানার জামবনি এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top