স্কাই বাংলা: এবার ইডি অফিসারের পরিচয় দিয়ে এক তরুণীকে বিয়ের ভুয়ো প্রতিশ্রুতি এবং কয়েক লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। হাতেনাতে ধরা পড়ায় ভাগ্যে জুটল মারধরও। সেই ঘটনার জেরে মঙ্গলবার হুলস্থুল কান্ড কলকাতায় ইডির দফতর সিজিও কমপ্লেক্সের বাইরে। অভিযুক্ত ওই যুবকের নাম প্রদীপ সাহা। তিনি সোনারপুরের বাসিন্দা।তরুণীর পরিবারের অভিযোগ, নিজেকে ইডি অফিসার বলে পরিচয় দিয়েছিলেন প্রদীপ। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে কয়েক লক্ষ টাকাও হাতিয়েছিলেন। অরুণির পরিবারের অভিযোগ প্রায় ন’মাস আগে শাদি ডট কমের ওয়েবসাইটে তাঁদের বাড়ির মেয়ের সঙ্গে আলাপ জমান প্রদীপ। নিজেকে ইডি অফিসার বলেও পরিচয় দেন। এর পর দুই পরিবারের মধ্যে কথাবার্তা এগোয়। বিয়ের কার্ডও ছাপা হয়ে গিয়েছিল। তবে সন্দেহ হওয়ায় মঙ্গলবার প্রদীপের হাত-পা বেঁধে সটান ইডির দপ্তর সিজিওতে হাজির হন ওই তরুণীর পরিবারের সদস্যরা। পরিচয় ফাঁস হতে সিজিও-র মূল ফটকের বাইরে তাঁকে মারধর করা হয়।তাঁর কাছ থেকে ইডির ভুয়ো কার্ড এবং ‘ইডি’ লেখা জ্যাকেট উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে।যদিও প্রদীপের দাবি, জোর করে তাঁর গলায় ইডির কার্ড পরিয়ে দেওয়া হয়েছে। নিজেকে নির্দোষ বলেও দাবি করেছেন তিনি। প্রদীপকে ইতিমধ্যেই পুলিশের হাতে তুলে দিয়েছে ওই তরুণীর পরিবার।




