বাঁকুড়ায় আত্মঘাতী বিজেপি নেত্রী, গ্রেপ্তার দলেরই নেতা

Malay Singha
0

স্কাই বাংলা, বাঁকুড়া: দিনের পর দিন পদের লোভ দেখিয়ে এক বিজেপি নেত্রীকে ধর্ষণ! তারপর আত্মহত্যার প্ররোচনার অভিযোগ ওঠে দলেরই এক নেতার বিরুদ্ধে। এবার অভিযুক্ত ওই বিজেপি নেতাকে গ্রেপ্তার করল পুলিশ। সোমবার বাঁকুড়ার পাত্রসায়র থেকে তাঁকে গ্রেপ্তার করে সোনামুখী থানার পুলিশ। অভিযুক্ত ওই বিজেপি নেতার নাম তরুণ সামন্ত।
জানা গিয়েছে, গত পুরো ভোটে মৃত বিজেপি নেত্রী বাঁকুড়ার সোনামুখী পৌরসভার একটি ওয়ার্ডের দলের হয়ে ভোটে দাঁড়িয়েছিলেন। তখন থেকেই পরিচয় হয় তরুণ সামন্তের সাথে। তারপর বিজেপি নেত্রীকে দলের উঁচু পদে বসানোর লোভ দেখিয়ে ঘনিষ্ঠতা বাড়ায় এবং মিটিং এর নাম করে বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে বারংবার ধর্ষণ করে বলে অভিযোগ। প্রথমে বিষয়টি গোপন করলেও পরে মোবাইলে তোলা সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার নাম করে দিনের পর দিন ধর্ষণ করা হয় বলে অভিযোগ। মৃতের পরিবারের আরো অভিযোগ দিনের পর দিন তাঁকে ফোনে হুমকি দেওয়া হতো।
সেই অপমানেই গত ২৩ শে জানুয়ারি নিজের বাড়িতে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন সোনামুখীর ওই বিজেপি নেত্রী। ঘটনায় বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সম্পাদক তরুণ সামন্তের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন মৃতের স্বামী। ওই ঘটনাতে সোমবার বিকেলে বাঁকুড়ার পাত্রসায়রের মজুরডাঙা গ্রামের বাড়ি থেকে অভিযুক্ত নেতাকে গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার ধৃতকে আদালতে তোলা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top