পাতা খাঁচায় মাংসের টোপ! আলিপুরদুয়ারে বন্দি চিতাবাঘ

Malay Singha
0

স্কাই বাংলা, আলিপুরদুয়ার: আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের দলগাঁও চা বাগানে বনদপ্তরের পাতা খাঁচায় বন্দি হলো একটি চিতাবাঘ। স্বস্তির নিঃশ্বাস ফেললেন চা বাগানের বাসিন্দারা। বুধবার সাত সকালে চিতা বাঘের ক্রুদ্ধ হুঙ্কারে ঘুম ভাঙ্গে চা শ্রমিক, মহল্লার।
বুধবার ধরা পড়া চিতা বাঘটিকে আপাতত দক্ষিণ খয়েরবাড়ি চিতা বাঘ পুনর্বাসন কেন্দ্রে নিয়ে গিয়েছেন বনকর্মীরা। তবে এলাকাবাসীর অনুমান এখনো অনেক চিতাবাঘ রয়েছে ওই চা বাগান এলাকায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top