স্কাই বাংলা, বাঁকুড়া: 'ফেক' এসটি শংসাপত্র বাতিলের দাবি জানিয়ে বাঁকুড়া জেলাশাসককে ডেপুটেশন দিলেন পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির বাঁকুড়া জেলা কমিটির সদস্যরা। বুধবার জেলাশাসকের দপ্তরের সামনে বিক্ষোভ কর্মসূচীতে অংশ নেন ওই সংগঠনের সদস্যরা।আন্দোলনকারীদের দাবি, সম্পূর্ণ প্রশাসনিক মদতে কুড়মি সহ ওবিসি ও সাধারণ শ্রেণীভূক্ত অনেকের হাতে তপশীলি উপজাতি শংসাপত্র পৌছে গেছে। অবিলম্বে ওই সব 'ভুয়ো' শংসাপত্র বাতিলের পাশাপাশি ওই ঘটনায় যুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। অবিলম্বে দাবি পূরণ না হলে রাজ্য জুড়ে আন্দোলন আরো তীব্র হবে বলেই তাঁরা জানিয়েছেন।


