স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের আয়ের পথ দেখাতে বাঁকুড়ায় শুরু সৃষ্টিশ্রী মেলা

Malay Singha
0

শুভ্রাচল চৌধুরী, বাঁকুড়া: বাঁকুড়ার ছাতনায় শুরু হলো সৃষ্টিশ্রী মেলা। মূলত স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি নানান হস্তশিল্প ও পোশাক বিপননের জন‍্য এই মেলার আয়োজন করা হয়েছে। এই মেলায় জেলার প্রতিটি ব্লকের স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের তৈরি জিনিসপত্রের স্টল থাকছে।
সৃষ্টিশ্রী মেলা রাজ্য সরকারের একটি প্রকল্প। পিছিয়ে পড়া মহিলাদের স্বাবলম্বী করতে এই মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বুধবার দুপুরে বাঁকুড়া জেলা সৃষ্টিশ্রী মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের খাদ্য ও সরবরাহ দপ্তরের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি। ছাতনা বাসুলী মন্দির প্রাঙ্গণে শুরু হয়েছে বাঁকুড়া জেলা সৃষ্টিশ্রী মেলা। মেলা চলবে ২৮ শে জানুয়ারি পর্যন্ত।
হাতের তৈরি গহনা, টেরাকোটা, ডোকরা, খাদি সহ অন্যান্য হস্তশিল্পের সামগ্রীর পসরা নিয়ে মেলার স্টল গুলিতে বসেছে জেলার বিভিন্ন ব্লক থেকে আগত স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে বিভিন্ন হস্তশিল্প সামগ্ৰী। পাশাপাশি লোকপ্রসার শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠান ও অনান্য স্থানীয় শিল্পীর সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে প্রতিদিনই।এছাড়াও এদিনের এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধনে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা পরিষদের পূর্ত কার্য্য পরিবহন কর্মাধ্যক্ষ অর্চিতা বিদ, জেলা পরিষদের প্রানীসম্পদ কর্মাধ্যক্ষ সুজাতা মন্ডল, জেলা পরিষদের সদস্য সুভাশীষ বটব্যাল, ছাতনা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌরভ ধল্ল, পঞ্চায়েত সমিতির সভাপতি বঙ্কিম মিশ্র, সহ সভাপতি কল্যান মন্ডল অন্যান্য সরকারি আধিকারিকরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top