স্কাই বাংলা, বাঁকুড়া: বৃহস্পতিবার বাঁকুড়া জেলা প্রশাসনের উদ্যোগে পালিত হলো 'জাতীয় ভোটার দিবস' । শহরের রবীন্দ্র ভবনে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলাশাসক সিয়াদ এন।
এদিন জাতীয় ভোটার দিবসের মঞ্চ থেকে নতুন ভোটারদের হাতে ভোটার আইডি.কার্ড তুলে দেওয়ার পাশাপাশি বিগত নির্বাচন গুলিতে দক্ষতার সঙ্গে নির্বাচনী কাজ করার জন্য কর্মীদের পূরস্কৃত করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক তথা জেলা নির্বাচন আধিকারিক সিয়াদ এন, অতিরিক্ত জেলাশাসক (নির্বাচন) নকুল চন্দ্র মাহাতো সহ জেরার সমস্ত ADM ও SDO সহ আধিকারিকরা।


