স্কাই বাংলা, বাঁকুড়া: বাঁকুড়ার ময়রাবাঁধ এলাকায় রেলের আন্ডারপাস নির্মান কার্য্য নিয়ে দীর্ঘদিন টালবাহনার ফলে আন্ডার পাস রাস্তা সম্পূর্ণ হয়নি। রেলের সেই আন্ডার পাস রাস্তা সম্পূর্ন করার দাবিতে গন অবস্থান ও বিক্ষোভ গ্রাম অধিকার সমন্বয় মঞ্চ এর পরিচালনায় এলাকার ছাত্র ছাত্রী ও গ্রামবাসীদের।
অভিযোগ ২০২৩ সালের মার্চ মাস থেকে আন্ডারপাস নির্মাণের কাজ শুরু হলেও তা এখনও সম্পূর্ণ হয়নি। ফলে সমস্যায় পড়েছেন সানবাঁধা, বিকনা, নড়রা, সানতোড় ও কোষ্টিয়া সহ একাধিক গ্রামের মানুষজন।
জানা গিয়েছে ময়রাবাঁধের মশাগ্রাম রেল লাইন পারাপারের জন্য ২০২৩ সালের মার্চ মাসে আন্ডারপাস নির্মাণের কাজ শুরু হয়। কিছুদিনের মধ্যেই মাঝ পথে বন্ধ হয়ে যায় নির্মাণকাজ। পাঁচটির বেশি গ্রামের মানুষ বাঁকুড়া সদর শহরে যেতে সমস্যায় পড়েছেন। আন্ডারপাসের জন্য রাস্তা খুঁড়ে রেখে সেই কাজ বন্ধ করে দেওয়ায়, বুধবার হাজার হাজার মানুষ হাতে পোস্টার নিয়ে আন্ডারপাস সম্পূর্ণ করার দাবি তোলেন। তাঁদের অভিযোগ, রেল কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের গাফিলতিতেই থমকে রয়েছে রেলের আন্ডারপাস নির্মাণের কাজ। অবিলম্বে এই কাজ সম্পূর্ণ না হলে, আরও বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।


