স্কাই বাংলা, বাঁকুড়া: শুভ উদ্বোধন হয়ে গেল ষষ্ঠ বর্ষের বেলিয়াতোড় যামিনী রায় গ্রামীণ মেলার । বেলিয়াতোড় হাইস্কুল মাঠে এই মেলা চলবে আগামী ৩১ শে জানুয়ারি পর্যন্ত।মঙ্গলবার এই মেলার উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার। আয়োজকরা জানিয়েছেন আগামী আট দিন ধরে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হবে মেলার মূল মঞ্চে। মেলা উদ্বোধনে উপস্থিত ছিলেন বড়জোড়ার বিধায়ক অলোক মুখোপাধ্যায়, বড়জোড়া সমষ্টি উন্নয়ন আধিকারিক কার্ত্তিক চন্দ্র রায়, মেলা কমিটির সভাপতি কালীদাস মুখোপাধ্যায় সহ অন্যান্যরা।



