স্কাই বাংলা: ঝাড়খণ্ডে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন হেমন্ত সোরেন। এরপরেই তাঁকে ইডি গ্রেফতার করেছে বলে দাবি একাধিক সংবাদমাধ্যমের। যদিও এই বিষয়ে ইডির তরফে এখনও কিছু জানানো হয়নি। বুধবার সন্ধ্যায় রাজভবনে গিয়ে ইস্তফা দিয়েছেন হেমন্ত সোরেন। এর পরই রাঁচির বাসভবন থেকে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্তকে গ্রেফতার করে ইডি। প্রায় ৭ ঘন্টা জিঞ্জাসাবাদের পর গ্রেফতার করা হয় হেমন্ত সোরেনকে।রাঁচিতে জমি কেনাবেচায় আর্থিক তছরুপের মামলায় ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী তথা ঝাড়খণ্ড মুক্তি মোর্চার (জেএমএম) নেতা হেমন্ত সোরেনকে অবশেষে গ্রেফতার করলো ইডি।সুত্রের খবর ঝাড়খণ্ডের নয়া মুখ্যমন্ত্রী হচ্ছেন হেমন্ত পুত্র চম্পাই সোরেন।



