স্কাই বাংলা, হুগলী: এবার এক ফোনে উধাও হয়ে গেল ৫ লক্ষ টাকা। অনলাইন প্রতারনার ফাঁদে পা দিয়ে কার্যত সর্বশান্ত বৃদ্ধ দম্পতি।
হুগলির প্রফুল্লচাকি রোডের বাসিন্দা তপন সেনগুপ্ত। বয়স ৭৬ বছর। বোকারো স্টিলে কর্মরত ছিলেন তিনি। বর্তমানে অবসরপ্রাপ্ত। স্ত্রী গৌরী সেনগুপ্তের সঙ্গে থাকেন তিনি। জানা গিয়েছে নিজের ফিক্সড ডিপোজিট ভেঙে ৫ লক্ষ টাকা একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে রেখেছিলেন।
অভিযোগ সম্প্রতি ব্যাঙ্ক কর্মী পরিচয় দিয়ে এক ব্যক্তি ফোন করে তপন বাবুকে । KYC র নাম করে ওটিপি এবং প্যান কার্ড নাম্বার হাতিয়ে নেন ওই ব্যাক্তি। তার পরেই ব্যাঙ্ক থেকে নিমেষে উধাও ৫ লক্ষ টাকা। সর্বশান্ত এই দম্পতি এখন আত্মহত্যা করবেন বলে জানিয়েছেন। বৃদ্ধ দম্পতি জানান তাদের একটি মাত্র পুত্র সন্তান সেও আলাদা থাকেন। তার উপর এইভাবে ব্যাঙ্ক থেকে টাকা উধাও । এবার আত্মহত্যা করা ছাড়া তাদের কাছে আর কোনো উপায় নেই ।


