স্কাই বাংলা, বাঁকুড়া: বোনের বাড়ি থেকে বেরিয়ে চার মাসে আগে 'নিখোঁজ' এক ব্যক্তিকে পরিবারের লোকেদের হাতে তুলে দিল বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতাল।
বিহারের ভোজপুর আরা জেলার জগদীশপুর থানা এলাকার বাসিন্দা রামবাবু শাহ্-র পরিবার সূত্রে খবর, মাস চারেক আগে আরার বোনের বাড়ি সংলগ্ন রঘুনাথপুর স্টেশন থেকে তিনি 'নিখোঁজ' হয়ে যান। রামবাবু শাহ্য়ের একটি পা কাটা থাকায় দুশ্চিন্তা আরো বাড়তে থাকে। পরে সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করলেও সন্ধান মেলেনি। অবশেষে হ্যাম রেডিও-র মাধ্যমে সন্ধান বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পৌঁছেছেন ওই 'নিখোঁজ' ব্যক্তির দিল্লী প্রবাসী দাদা শ্রী ভগবান ও দিদি সুনীতা দেবী।
অন্যদিকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, গত ১৮ ডিসেম্বর রাতে অচৈতন্য ও রক্তাক্ত অবস্থায় রামবাবু শাহ্ নামে এই ব্যক্তিকে বড়জোড়া থানার পুলিশ এখানে নিয়ে আসে। ভর্তি করা হয় হাসপাতালে। হ্যাম রেডিও-র মাধ্যমে বিহারের বাসিন্দার পরিবারের লোকেদের সঙ্গে যোগাযোগ করা হয়। বুধবার তাঁরা এখানে এলে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে পরিবারের লোকেদের হাতে রামবাবুকে তুলে দেওয়া হয়।


