মলয় সিংহ,বাঁকুড়া: জন্মের পর আমাদের প্রথম শিক্ষাগুরু হলেন মা। আর তাই শিক্ষক দিবসের দিনে মায়েদের সম্মানিত করলো মেজিয়ার গোস্বামী গ্রামের ছাত্র-ছাত্রীবৃন্দ। মঙ্গলবার মেজিয়া ব্লকের গোস্বামীগ্রাম প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক দিবস উপলক্ষে মায়েদের সংবর্ধনা করল তারা।
চেতনার আলো ছড়িয়ে দিতেই এই ভাবনা বলে জানিয়েছে উদ্যোক্তারা। বিভিন্ন বিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক দিবস পালন হয় ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণ’র জন্মদিন উপলক্ষ্যে। তবে এর বাইরে বেরিয়ে এসে এমন উদ্যোগ ব্যতিক্রমী ও প্রশংসিত বলে মনে করছেন সমাজের শুভ বুদ্ধি সম্পন্ন ব্যাক্তিরা ।
জানা যায় এদিন গোস্বামী গ্রামের সমস্ত পড়ুয়াদের প্রায় ১০০ জন মা কে সংবর্ধনা দেওয়া হয় । পাশাপাশি এলাকার শিক্ষক - শিক্ষিকা, মাধ্যমিক ও ,উচ্চমাধ্যমিকে কৃতি ছাত্র-ছাত্রী সহ উত্তীর্ণ সকল পড়ুয়াদের বিশেষভাবে সংবর্ধিত করা হয় । উপস্থিত ছিলেন প্রাক্তন শিক্ষক, সাহিত্যিক ত্রিলোচন ভট্টাচার্য সহ বিশিষ্ট ব্যাক্তিবর্গ।




