মলয় সিংহ, বাঁকুড়া: মাঝ রাতে প্রাথমিক বিদ্যালয়ে দরজা ভেঙে মিড ডে মিলের চাল চুরি গজরাজের ! বাঁকুড়ার বড়জোড়া রেঞ্জের ঘটনা। তবে বাঁকুড়ার বড়জোড়ায় হাতির হানা নতুন কিছু নয়। সরা বছরই হাতির হানা অব্যাহত । সোমবার মাঝ রাতে বড়জোড়া দক্ষিণ চক্রের কোচকুণ্ডা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান দরজা ভেঙে মজুত রাখা মিড ডে মিলের চাল খেয়ে চম্পট দিল একটি আবাসিক হাতি। মূলত জঙ্গলে খাবারের সংকট দেখা দেওয়ায় হাতি বারবার লোকালয়ে ঢুকে পড়ছে বলে অনেকে মনে করছেন।কোচকুন্ডা প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জয়দীপ বন্দোপাধ্যায় জানিয়েছেন, এই ঘটনা নতুন কিছু নয়। প্রতি বছরই বিদ্যালয়ে হাতির তান্ডব চলে । বারংবার প্রশাসনকে জানিয়েও উদাসীন তাঁরা।অন্যদিকে, বনদপ্তর জানিয়েছেন এখন বাঁকুড়া উত্তর বনবিভাগের বড়জোড়া রেঞ্জ এলাকার সাহারজোড়া মৌজায় ৩ টি, পাবয়ায় ২ টি হাতি রয়েছে। ওই পাঁচটি হাতি র মধ্যে একটি স্কুলে তাণ্ডব চালিয়েছে বলে তারা দাবি করেছে।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন বনদপ্তরের কর্মী আধিকারিকরা। তবে এই অবস্থায় নিরাপত্তাহীনতায় ভুগছেন ওই এলাকার মানুষজন।




