স্বেচ্ছায় রক্তদান শিবির মেজিয়ার তারাপুরে

Malay Singha
0

মলয় সিংহ, বাঁকুড়া: রক্তদান মানেই জীবনদান। একজন মানুষ রক্তদান করলে বাঁচতে পারে অসংখ্য রোগীর প্রাণ। আর এমনই এক অভিনব উদ্যোগে সামিল হয়েছিলেন মেজিয়ার বিভিন্ন প্রান্তের  মানুষ। পরিসংখ্যান বলছে, ওই রক্তদান শিবিরে পুরুষ মহিলা সহ মোট ৬১ জন রক্তদান করেছেন । মেজিয়ার তারাপুর নেতাজী সংঘের উদ্যোগে তারাপুরে আয়োজিত হয়েছিল এই রক্তদান শিবিরের।
ব্লাড ব্যাংক গুলিতে রক্তের সংকট মেটাতে এই উদ্যোগ বলে জানিয়েছেন উদ্যোক্তারা। সকাল ১০ টা থেকে বেলা ৩টা প্রর্যন্ত তারাপুরে হওয়া এই শিবিরে মোট ৬১ জন রক্তদান করেছেন বলে জানিয়েছে উদ্যোক্তারা। বাঁকুড়ার বড়জোড়া ব্লাড ব্যাংক এই রক্ত সংগ্রহ করেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top