ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, গুলিতে জখম হয়েছেন ৩ জন। তাঁদের উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী হাসপাতালে ভরতি করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, মারুতি ভ্যানের ভিতর থেকে প্রচুর তৃণমূলের পতাকা, ফেস্টুন উদ্ধার হয়েছে। ফলে ঘটনার নেপথ্যে রাজনৈতিক কারণ থাকতে পারে বলে মনে করা হচ্ছে। তবে এবিষয়ে এখনও নিশ্চিত নয় পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
বাঁকুড়ায় দিনে দুপুরে শুট আউট
সেপ্টেম্বর ০৫, ২০২৩
0
মলয় সিংহ, বাঁকুড়া: রাজ্যের দুই সোনার দোকানে ডাকাতির আতঙ্কের রেস কাটতে না কাটতেই। এবার বাঁকুড়া শহর লাগোয়া কেশিয়াকোল এলাকায় দিনে দুপুরে শুট আউট। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার একটি বাইকে করে দু’জন দুস্কৃতী একটি চার চাকাকে গাড়িকে ধাওয়া করে। সেই সময় ওই গাড়িটিকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে শুরু করে দুষ্কৃতীরা। এই ঘটনায় গাড়িতে থাকা তিন জন আহত হন। জানা গিয়েছে, গুলি চালাতে চালাতে দুস্কৃতীরা বাইকেই দুর্গাপুরের দিকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। আহতদের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। তবে ঠিক কী কারণে ওই গাড়িকে লক্ষ্য করে গুলি করা হল, তা এখনও স্পষ্ট নয়।
Tags
অন্যান্য অ্যাপে শেয়ার করুন


