ফের ডাকাতির ছক বানচাল, আগ্নেয়াস্ত্র সহ দুষ্কৃতী দলকে পাকড়াও করলো বাঁকুড়া জেলা পুলিশ

Malay Singha
0

মলয় সিংহ, বাঁকুড়া: নদিয়া এবং পুরুলিয়াতে ডাকাতির ঘটনা শোর গোল ফেলে দিয়েছে পুরো রাজ্যে। এই ধরনের ঘটনা ঘটার পর বিশেষভাবে তৎপর হতে দেখা গেছে রাজ্যের পুলিশকে।এদিন নাটকীয় কিছু ঘটার আগেই হাতে নাতে, সশস্ত্র দুষ্কৃতির দলকে পাকড়াও করলো বাঁকুড়া জেলার বিষ্ণুপুর থানার পুলিশ। গতকাল রাত্রে গোপন সূত্রে গোপনসূত্রে খবর পেয়ে বিষ্ণুপুর থানার পুলিশ আরামবাগ-বিষ্ণুপুর রোডে নারায়ণী ফিলিং স্টেশনের বিপরীতে একটি অভিযান চালায়। 
পুলিশ সেখানে অভিযান চালিয়ে ডাকাতি করার জন্য জমায়েত হওয়া একটি গ্যাংক-কে হাতে নাতে ধরে ফেলে। জিজ্ঞাসাবাদে জানা যায় ১৩ জন অভিযুক্ত ধৃত ব্যক্তির মধ্যে ১১ জনের বাড়ি মুর্শিদাবাদ জেলায় এবং ২ জন অভিযুক্তের বাড়ি বিহারে। একটি সাদা রঙের স্করপিও এবং একটি টাটা ভারী পণ্যবাহী গাড়ি সহ দুটি আগ্নেয় অস্ত্র, ৫ রাউন্ড গুলি এবং অন্যান্য অপরাধে ব্যবহৃত জিনিসগুলি তাদের কাছ থেকে বাজেয়াপ্ত করেছে পুলিশ। অভিযুক্তদের গ্রেফতার করে বিষ্ণুপুর আদালতে পাঠানো হয়েছে। পরবর্তীতে আদালত থেকে পুলিশ রিমান্ডে নিয়ে আরো তথ্য সংগ্রহ করা হবে বলেই পুলিশ সূত্রে খবর। কোন উদ্দেশ্য নিয়ে তারা এসেছিল কিই বা তাদের পরিকল্পনা ছিল বিশদে খতিয়ে দেখছে বিষ্ণুপুর থানার পুলিশ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top