দেশে আসছে ডেঙ্গুর টিকা, নভেম্বরেই শুরু ট্রায়াল

SKY BANGLA TV
0

স্কাই বাংলা: করনার পর আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে মশাবাহিত রোগ ডেঙ্গি। দেশের পাশাপাশি এ রাজ্যেও ডেঙ্গি আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। ডেঙ্গিতে সংক্রমিত হয়ে বহু মানুষের মৃত্যু পর্যন্ত ঘটছে। অতএব, বহু বছর ধরে বিজ্ঞানীরা এই রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য একটি ভ্যাকসিন খুঁজে বের করার চেষ্টা করছিলেন। অবশেষে আসতে চলেছে বহু প্রতীক্ষিত সেই ডেঙ্গি ভ্যাকসিন। নভেম্বর মাসেই দেশ জুড়ে শুরু হচ্ছে চূড়ান্ত পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল ।
আইসিএমআর এবং প্যানাসিয়া বায়ো টেক লিমিটেডের যৌথ উদ্যোগে হবে ক্লিনিক্যাল ট্রায়াল । সারা দেশের ২০টি কেন্দ্রে এই ট্রায়াল হওয়ার কথা। পশ্চিমবঙ্গে ক্লিনিক্যাল ট্রায়াল হবে বেলেঘাটা নাইসেডে। ১০ হাজারেরও বেশি মানুষকে পরীক্ষামূলকভাবে দেওয়া হবে ডেঙ্গির টিকা বলে সূত্রের খবর । গবেষকরা বলছেন, টিকা এলে এবং ট্রায়াল সফল হলে বহু মানুষের প্রাণ বাঁচবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top