স্কাই বাংলা: রাজ্যের সব সরকারি এবং বেসরকারি ডিএলএড কলেজে এবছর থেকেই বন্ধ হতে চলছে অফলাইনে ভর্তির প্রক্রিয়া। রাজ্যে নিয়োগ দুর্নীতিতে একাধিক গুরুতর অভিযোগ উঠেছে।দুর্নীতিতে সরাসরি জড়িত থাকার অভিযোগে শাসকদলের একাধিক নেতা মন্ত্রীও গিয়েছে জেলে । প্রাথমিক শিক্ষা পর্ষদের ভাবমূর্তি নিয়ে জনমানসে একাধিক প্রশ্ন উঠেছে। এই অবস্থায় ভাবমূর্তি ফেরাতে নড়েচড়ে বসল পর্ষদ।
এবছর থেকেই সমস্ত ডিএলএড কলেজ গুলিতে বন্ধ হতে চলছে অফলাইন অ্যাডমিশন। রাজ্যে ৪৪ টি সরকারি এবং প্রায় ৬০০-র বেসরকারি ডিএলএড কলেজে কোনও অফলাইন অ্যাডমিশন হবে না। মেধাতালিকাও প্রকাশিত হবে অনলাইনে, আদালতে জানাল প্রাথমিক শিক্ষা পর্ষদ। পর্ষদের এই পদক্ষেপ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে শিক্ষা মহলের একাংশ।
এবছর থেকেই সমস্ত ডিএলএড কলেজ গুলিতে বন্ধ হতে চলছে অফলাইন অ্যাডমিশন। রাজ্যে ৪৪ টি সরকারি এবং প্রায় ৬০০-র বেসরকারি ডিএলএড কলেজে কোনও অফলাইন অ্যাডমিশন হবে না। মেধাতালিকাও প্রকাশিত হবে অনলাইনে, আদালতে জানাল প্রাথমিক শিক্ষা পর্ষদ। পর্ষদের এই পদক্ষেপ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে শিক্ষা মহলের একাংশ।



