মলয় সিংহ, বাঁকুড়া: প্রেমিকের সহযোগিতায় দেওরকে অপহরণ করে খুনের অভিযোগ উঠল বৌদির বিরুদ্ধে। বাঁকুড়ার সারেঙ্গার ঘটনা। পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত বৌদি ও তাঁর প্রেমিককে গ্রেপ্তার করেছে পুলিশ । ধৃতদের নাম গোলাপী প্রতিহার ও গোপাল চন্দ্র দাস। মঙ্গলবার খাতড়া মহকুমা আদালতে তোলা হলে ধৃতদের ৭ দিনের জন্য পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক। তবে এখনো প্রর্যন্ত দেওরের দেহ পাওয়া যায়নি।স্থানীয় সুত্রে খবর, স্বামী মারা যাওয়ার পর দুই সন্তানকে নিয়ে দেওর অসিত প্রতিহারের সঙ্গে সারেঙ্গার মাকারকোল গ্রামে শ্বশুর বাড়িতেই থাকতেন গোলাপী । কিন্তু তাঁর সঙ্গে দেওরের বনিবনা হয়নি। গোলাপী দেবী আবার প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন পুর্ব মেদিনীপুরের গোপাল চন্দ্র দাস নামে একজনের সঙ্গে। কিন্তু তাদের এই সম্পর্কে বাধা হয়ে দাঁড়াচ্ছিল দেওর অসিত। ফলে প্রেমিক গোপালকে সাথে নিয়ে অসিত কে খুন করার ছক কষে গোলাপী। গত ৭ আগস্ট পুর্ব মেদিনীপুরের খঞ্জির বাড়িতে নেমন্তন করে ডেকে এনে জলে ডুবিয়ে আসিতকে হত্যা করে গোলাপী ও গোপাল বলে অভিযোগ।


