বাঁকুড়ায় পথ অবরোধ হাতির! প্রায় চল্লিশ মিনিট ধরে চলল অবরোধ

Malay Singha
0

মলয় সিংহ, বাঁকুড়া: মঙ্গলবার সকালে জঙ্গল ছেড়ে বিক্রমপুর-গড়বেতা রাস্তার উপর দাঁড়িয়ে থাকতে দেখা গেল একটি হাতিকে। দুলকি চালে কখনো রাস্তার মাঝখানে কখনো আবার রাস্তার দুপাশ ধরে গজরাজকে পায়চারি করতে দেখেন স্থানীয়রা। ফলে রাস্তা দিয়ে বন্ধ হয়ে যায় যান চলাচল। গজরাজের তান্ডবে মঙ্গলবার সকালে প্রায় চল্লিশ মিনিট ধরে বাঁকুড়ার বিক্রমপুর থেকে পশ্চিম মেদিনীপুরের গড়বেতা যাওয়ার রাস্তায় এভাবেই যান চলাচল স্তব্ধ থাকল। 
বেশ কয়েকদিন ধরেই পশ্চিম মেদিনীপুর জেলার রুপনারায়ণ বিভাগে রয়েছে দলমা থেকে এ রাজ্যে আসা হাতির দল। সেই দল থেকেই একটি হাতি কোনোভাবে সোমবার রাতে ঢুকে পড়ে সারেঙ্গা রেঞ্জের দুবরাজপুর বীটের জঙ্গলে। মঙ্গলবার সকালে হাতিটি সরাসরি জঙ্গল ছেড়ে স্থানীয় এলাকায় বেশ কিছু সবজীর জমি তছনছ করে এসে পড়ে বিক্রমপুর-গড়বেতা রাস্তায়। আতঙ্কে ওই রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় চল্লিশ মিনিট ধরে রাস্তা অবরুদ্ধ হয়ে থাকার পর হাতিটি নিজে থেকেই পার্শ্ববর্তী জঙ্গলে চলে গেলে ফের ওই রাস্তায় যান চলাচল শুরু হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top