স্কাই বাংলা: শিক্ষাক্ষেত্রে আমূল পরিবর্তন আনতে চলেছে রাজ্য সরকার। একবার নয়, এবার থেকে বছরে দুবার করে দিতে হতে পারে উচ্চমাধ্যমিক পরীক্ষা!জানাল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।
২০২৫-এর নভেম্বর এবং ২০২৬-এর মার্চে দু'বার উচ্চ মাধ্যমিক দিতে হবে পরীক্ষার্থীদের। দু'টি পরীক্ষার গড় নম্বর নিয়ে তৈরি হবে মার্কশিট। প্রথম লিখিত পরীক্ষা হবে ওএমআর শিটে । দ্বিতীয় পরীক্ষার প্রশ্ন হবে সংক্ষিপ্ত এবং বর্ণনামূলক । প্রস্তাব যাচ্ছে রাজ্য সরকারের কাছে, জানাল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। আর এই প্রস্তাব গৃহীত হলে এই বিষয়ে চূড়ান্ত বিজ্ঞপ্তি জারি হবে।
আগামী শিক্ষাবর্ষ থেকে লাগু হতে চলেছে এই নিয়ম।দু'দফায় হবে উচ্চমাধ্যমিক। রাজ্যের গৃহীত নতুন শিক্ষানীতিতে সেমেস্টার পদ্ধতি শুরু হতে চলেছে। ২টি পরীক্ষার গড় মানের ওপর তৈরি হবে মার্ক শিট। ২টির মধ্যে যেটায় পরীক্ষার্থীরা ভালো নম্বর পাবে সেই নম্বরটিই গ্রাহ্য হবে। ইতিমধ্যে এই বিষয়ে একটি রিপোর্ট তৈরি হয়েছে। এমনটাই জানা গিয়েছে। আর শিক্ষা দফতরকে প্রস্তাব আকারে পাঠানো হবে। আর তা মেনে নেওয়া হলে বছরে দু'বার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে হবে রাজ্যের লক্ষাধিক পরীক্ষার্থীকে। এই সিদ্ধান্তে ভালো নম্বর পাওয়া যাবে।


