মলয় সিংহ, বাঁকুড়া: হঠাৎ করে দেখলে মনে হবে যেন কোনও পোড়ো বাড়ি! চারপাশে ঝোপ জঙ্গল, বালাই নেই পরিষ্কার-পরিচ্ছন্নতার। আধ ভাঙা অবস্থায় পড়ে রয়েছে দরজা-জানলা। এদিক-ওদিক ছড়িয়ে প্লাস্টিকের গ্লাস। এই ছবি বাঁকুড়ার সিমলাপাল ব্লকের দুবরাজপুর গ্রাম পঞ্চায়েতের হাতিবাড়ি প্রাথমিক সু-স্বাস্থ্য কেন্দ্রের। ভুতুড়ে এই স্বাস্থ্যকেন্দ্রের উপরই নির্ভর বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুর জেলার বেশ কয়েকটি গ্রামের মানুষ।
স্থানীয়দের অভিযোগ বেশ কয়েকবছর আগে প্রর্যন্ত এই স্বাস্থ্যকেন্দ্রের কঙ্কালসার চেহারা ছিল না।চিকিৎসকেরাও আসতো নিয়মিত। কিন্তু বর্তমানে সেসব সুদিন আর নেই। এখন শুধু জ্বর-সর্দির ঔষধ মেলে। এর বাইরে কিছু হলে সিমলাপাল ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে যাওয়া ছাড়া আর অন্য কোনো উপায় নেই।
আর এই সুযোগে শাসকদলকে কটাক্ষ করতে ছাড়েনি সিপিআইএম। সিপিআইএম সিমলাপাল এরিয়া কমিটির সদস্য কৌশিক পাইনের দাবি বাম আমলে গ্রামীণ এলাকায় এই হাসপাতাল গুলিতে প্রায় সমস্ত ধরনের স্বাস্থ্য পরিষেবা মিলতো । বর্তমানে স্বাস্থ্য কেন্দ্রগুলি মদ্যপানের আড্ডায় পরিণত হয়েছে বলে তিনি অভিযোগ করেন।অন্যদিকে দুবরাজপুর অঞ্চল তৃণমূল সভাপতি উদয় শঙ্কর সিং বলেন শিঘ্রই এই হাসপাতালের পরিকাঠামো গত উন্নয়ন করা হবে । তবে বিগত বাম আমলে এই হাসপাতালে বাঘ-সিংহ বাসের পরিস্থিতি ছিল এখন পরিস্থিতির অনেক বদল এসেছে ।



