৪০০ কোটিতেই এবার সূর্য জয়ের লক্ষ্যে ভারত, শুরু কাউন্টডাউন

Malay Singha
0


স্কাই বাংলা: মহাকাশ অভিযানে ফের নজির গড়তে চলেছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন বা ইসরো। প্রথমে ৬১৫ কোটি টাকায় চন্দ্রযান ৩-এর সফল অভিযানের পর এবার লক্ষ্য সূর্য। আর এবার খরচ মাত্র ৪০০ কোটি টাকা! আজ সকাল ১১ টা ৫০ নাগাদ অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে সূর্যের উদ্দেশ্যে পাড়ি দেবেন ভারতের Aditya L1 পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিক্যাল বা PSLV-C57 রকেটে চেপে রওনা দেবে আদিত্য। গন্তব্যে পৌঁছাতে সময় লাগবে ১২৫ দিন। পৃথিবী থেকে প্রায় ১৫ লক্ষ কিলোমিটার দূরে একটি হ্যালো কক্ষপথে ল্যাগরেঞ্জ পয়েন্ট L1-এ অবস্থান করবে আদিত্য। তাই তার নাম আদিত্য L1। সূর্য–পৃথিবীর মধ্যে গুরুত্বপূর্ণ বিন্দু হল L1। বিজ্ঞানীরা জানিয়েছেন এই পয়েন্ট থেকে সূর্যকে গ্রহণ-হীনভাবে দেখা যাবে।
পরীক্ষা চলবে পাঁচ বছর ধরে। ইসরো সূত্রে খবর, আদিত্য-এল১ মিশন সাতটি পে-লোড নিয়ে মহাকাশে যাবে। সূর্যের করোনা ও ফোটোস্পিয়ার, ক্রোমোস্পিয়ারের পর্যবেক্ষণ করবে বিভিন্ন ওয়েভব্য়ান্ড থেকে।

পৃথিবী থেকে ১৫ লক্ষ কিলোমিটার দূরে সূর্য ও পৃথিবীর মাঝের এক কক্ষপথ ‘ল্যাগরাঞ্জিয়ান পয়েন্ট’ বা ‘ল্যাগরেঞ্জ পয়েন্ট’-এ বসিয়ে দেওয়া হবে স্যাটেলাইট আদিত্য এল-১-কে। সূর্যে পৌঁছতে সময় লাগবে প্রায় চার মাস। সূর্যের বাইরের সবচেয়ে উত্তপ্ত স্তর করোনার যাবতীয় তথ্য সে তুলে দেবে আমাদের হাতে। এই সোলার-মিশন তাই সবদিক দিয়েই খুব গুরুত্বপূর্ণ। খুব কাছ থেকে আদিত্য এল-১ পর্যবেক্ষণ করবে সূর্যের সমস্ত গতিবিধি। সাক্ষী থাকবে সূর্যগ্রহণ, সৌরঝড় সহ সূর্যের নানাবিধ পরিস্থিতির। আর এই সমস্ত কিছু ছবি তুলে ইসরোকে পাঠাবে সৌরযান আদিত্য এল-১।

জ্বালানি-সহ প্রায় ১৫০০ কিলোগ্রাম ওজনের এই উপগ্রহ সাতটা সায়েন্স পে-লোড নিয়ে পৃথিবীর নিম্ন কক্ষ ৮০০ কিলোমিটার থেকে ‘হলো অরবিট ল্যাগরেঞ্জ পয়েন্ট’-এর দিকে যাত্রা করবে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top