মলয় সিংহ, বাঁকুড়া: রবিবার বাঁকুড়া জেলায় বজ্রপাতে মৃত্যু হলো ৩ জনের। ঘটনায় আরও ৭ জন আহত হয়েছেন। ছাতনা ও শালতোড়া থানা এলাকার ঘটনা। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম সাগেন মুর্মু (২০) ও মীরা বাউরি (৬১) ও সুকুরমণি হাঁসদা (২৭)। জখমরা ছাড়া পেয়েছেন প্রাথমিক চিকিৎসার পর।
জানা গিয়েছে, এদিন ছাতনার ঘোষেরগ্রাম পঞ্চায়েতের ছাচনপুর গ্রামের জনাকয়েক যুবক গ্রাম লাগোয়া দ্বারকেশ্বর নদে মাছ ধরতে গিয়েছিলেন। দুপুরে বৃষ্টি নামে। নদীর পাড়ে গাছের তলায় গিয়ে দাঁড়ান যুবকরা। সাগেন মুর্মু সহ ৪ জন কাছাকাছি ছিলেন। আচমকা বজ্রপাত হলে সেখানে লুটিয়ে পড়েন সাগেন । জখম হন বাকী ৩ জন। ৪ জনকেই ঘটনাস্থল থেকে উদ্ধার করে ছাতনা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে সাগেন মুর্মুকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। জখম ৩ জনকে ছেড়ে দেওয়া হয় প্রাথমিক চিকিৎসা করে।
এছাড়া, ছাতনা ১-নম্বর পঞ্চায়েতের বারবাকড়া গ্রামেও এদিন বজ্রপাতে মৃত্যু হয়েছে এক মহিলার। মৃতের নাম মীরা বাউরি। জানা গিয়েছে, দুপুরে বাড়ির কাছাকাছিই গোরু চরাচ্ছিলেন তিনি। আচমকা বজ্রপাতে লুটিয়ে পড়েন। ছাতনা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে মহিলাকে মৃত বলে ঘোষণা করা হয়।
ছাতনার পিঠাবাইদ গ্রামে আবার বজ্রপাতে জখম হয়েছেন এক ব্যক্তি।
অন্যদিকে, শালতোড়ার ছাতিমবাইদ এলাকাতেও এদিন দুপুরে বজ্রপাতে এক মহিলার মৃত্যু হয়েছে। নাম সুকুরমণি হাঁসদা। তাঁর সঙ্গে থাকা ৩ জন জখমও হয়েছেন ঘটনায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধান লাগিয়ে মাঠ থেকে বাড়ি ফিরছিলেন ওই ৪ জন। রাস্তায় বজ্রপাতে লুটিয়ে পড়েন সুকুরমণি। শালতোড়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বাকীরা অবশ্য প্রাথমিক চিকিৎসার পর ছাড়া পান।

